গত বছরের তুলনায় এবছর সাধারণ ও বিশেষ হজ প্যাকেজে দুটিতে বেড়েছে যথাক্রমে ২৭ হাজার ও ৫১ হাজার টাকা। সাধারণ প্যাকেজ পাঁচ লাখ ৫০ হাজার ও বিশেষ হজ প্যাকেজ সাত লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।
এবছর হজের সঙ্গে কোরবানির খরচ অন্তর্ভুক্ত হওয়ায় খরচ বৃদ্ধির কারণ বলে জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে ডলার মূল্য কম থাকলেও উদ্দেশ্যপ্রণিত উড়োজাহাজ খরচ বৃদ্ধি করা হয় যেটা হাজিদের পকেট কাটার সামিল। বিমান ভাড়া যেন আরও ১০০ ডলার কমানো হয় সে প্রস্তাবনা হাবের পক্ষ থেকে আছে।’
আগামী অক্টোবরে হজ নিবন্ধন শেষ হচ্ছে। তার আগে সবাইকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান হাব মহাসচিব।





