ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতির মাঠ কাঁপিয়ে দেন জনপ্রিয় তামিল অভিনেতা থালাপতি বিজয়। রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের প্রথম থেকেই ‘টিভিকে’ দলের হয়ে বেশ হাঁকডাক বাজিয়ে নির্বাচনী প্রচারে নামেন তিনি।
শুরু থেকেই তার র্যালি ও সমাবেশে উপচে পড়ে ভক্ত-সমর্থকসহ সাধারণ মানুষ। সিনেমায় যেমন দাপটের সঙ্গে দর্শক হৃদয় জয় করেছেন, ঠিক তেমনি রাজনীতিতেও জনপ্রিয়তার তুঙ্গে দক্ষিণের এ নায়ক।
গতকাল (শনিবার, ২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর শহরে থালাপতির ডাকে সাড়া দিয়ে সমাবেশে জড়ো হন তার হাজার হাজার সমর্থক। তবে নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর থালাপতি সমাবেশে যোগ দেন বলে অভিযোগ ওঠে। তার অনুপস্থিতিতে দীর্ঘক্ষণ মানুষের উপচে পড়া ভিড়ে ঘটে পদদলনের ঘটনা। সময়ের সঙ্গে বাড়তে থাকে প্রাণহানির সংখ্যা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন:
থালাপতির দল টিভিকের পক্ষ থেকে দুর্ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতিকে দায়ী করা হয়েছে। সমাবেশস্থলে প্রায় ৬০ হাজার মানুষের ধারণক্ষমতা রয়েছে। তবে আয়োজকদের অনুমান ছিল ১০ হাজার লোকসমাগমের। পুলিশ জানিয়েছে, সমাবেশে অন্তত ৩০ হাজার মানুষ যোগ দিয়েছে।
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রোপদি মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর বিজেপি নেতারা।




