টাঙ্গাইলে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন (৩২) নামের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাঠ ব্যবসায়ী ফরহাদ ওই এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ করে পেছন থেকে সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান ধারালো অস্ত্র নিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এসময় ফরহাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মতিয়ার পালিয়ে যান। স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের উপপরিচালক অনিশেষ ভৌমিক জানিয়েছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ মর্গে রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এএইচ