আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন:
বৃষ্টির এ প্রবণতার মধ্যেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে তাপমাত্রা নিয়ে জনজীবনে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি এলেও দিনের বেলায় তাপমাত্রা প্রায় একই থাকবে।





