জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েব আমির রুহুল আমীন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহেল রানা ডলার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল।
সমাবেশ শেষে জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা তাজ উদ্দিন খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
আরও পড়ুন:
বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ শামসুদ্দোহা পার্কের কাছে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা জামায়াতে ইসলাম, জেলা ইসলামী ছাত্রশিবিরসহ জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





