সমাবেশে হাকিমপুর উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
সমাবেশ শেষে চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে পেরেছি। তাই আমাদের প্রথম দাবি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আাইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।’
এছাড়া বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের হত্যা করা হয়েছে বলে জানান তারা। সে বিষয়ের বিচার করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে বলে জানান নেতারা।





