আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের গোপালপুর মহল্লার জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জেলার অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনে ছাত্রপ্রতিনিধিদের করণীয় দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক জ্ঞান বৃদ্ধির লক্ষে এই কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় ছাত্রদল প্রতিনিধিরা।
আরও পড়ুন:
পাবনায় সাংগঠনিক সফরে এসে জেলা ছাত্রদলসহ জেলার ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষে পদপ্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার গ্রহণ কর্মসূচি রয়েছে। পাবনা জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পদপ্রত্যাশী কয়েক শতাধিক ছাত্রপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়া পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুর অঞ্চলের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।





