লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকের ফ্যামিলি ডে উদযাপন

বাংলাদেশ প্রেসক্লাব ইউকের ফ্যামিলি ডে উদযাপন
বাংলাদেশ প্রেসক্লাব ইউকের ফ্যামিলি ডে উদযাপন | ছবি: সংগৃহীত
1

যুক্তরাজ‍্যের রাজধানী লন্ডনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি মিডিয়াকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউকের ‘ফ‍্যামিলি ডে’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইস্ট লন্ডনের ভ‍্যালেন্টাইনস পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাজ‍্যের রাজনৈতিক দল ‘গ্রীণ পার্টি’র ডেপুটি লিডারও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মতিন আলী ক্লাব সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া, অনুষ্ঠানে পুরুষ, মহিলা ও শিশু ক‍্যাটাগরিতে ভিন্ন ভিন্ন খেলার আয়োজন করা হয়। ক্লাব মেম্বারদের জন্য ছিল নানা অ্যাকটিভিটিজ।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা ও ক্লাবের চিফ পেট্রোন মোখলেসুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক বুলবুল হাসান, ক্লাব প্রেসিডেন্ট শাকির হোসাইন, জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট মো. জুনায়েত রিয়াজ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ‍্যফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান আইটি সেক্রেটারি রাজিব হাসান, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, ক্লাব মেম্বার যথাক্রমে ব‍্যারিস্টার মাহবুবুর রহমান, মীরা বড়ুয়া, আহমেদ সাদিক, মারুফ গিয়াস, মাসুদুর রহমান, তাসলিমন আক্তার বিনয়, সুস্মিতা জেবিন ও সাখাওয়াৎ হোসেন ফরাজী উপস্থিত ছিলেন।

এএইচ