‘৫৩ বছর যারা শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি’

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম | ছবি: এখন টিভি
1

৫৩ বছরে যারা শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বন্দরের চারমাথা মোড়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে পথ সভায় যোগ দিয়ে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘৫৩ বছরে যারা শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটায়নি বরং যাদের ভোট দিয়েছেন তারা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে।’ এ সময় গেলো ১৬ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:

এ সময় তিনি আরও বলেন, ‘সালমান এফ রহমান শেয়ার বাজার থেকে ৫৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। যারা ভালো অবস্থানে থাকার কথা তারা দলের কারণে হত্যা হচ্ছে। দেশে আজ হাজারো মানুষ হত্যা হচ্ছে, মা-বোন ধর্ষিত হচ্ছে কারণ ৫৩ বছর যারা শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। আমি দেশের মানুষদের বলবো ওদেরকে আপনারা বারবার পরীক্ষা করেছেন এবার ইসলামি দলকে ক্ষমতায় এনে দেখেন। ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশ পরিবেশ হয়ে যাবে এতে নিজের থেকে মানুষ পরিবর্তন হয়ে যাবে।’

হাকিমপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. নূর আলম সিদ্দিক, দিনাজপুর দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,দিনাজপুর দক্ষিণ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এমদাদুল হক, হাকিমপুর উপজেলা যুব ইসলামী আন্দোলনের সভাপতি মোকছেদুল ইসলামসহ প্রমুখ।

ইএ