ব্রাহ্মণবাড়িয়ায় জাল টাকা ও বিদেশি পিস্তলসহ তিন নারী আটক

উদ্ধার করা জাল টাকা ও বিদেশি পিস্তল
উদ্ধার করা জাল টাকা ও বিদেশি পিস্তল | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ টাকার জাল নোট এবং একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের আদালতপাড়া এলাকার বউ সাজ বিউটি পার্লার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নবীনগরের আলমনগর এলাকার সাথী, করিমশাহ এলাকার তাসলিমা আক্তার ও খাদিজা আক্তার।

আরও পড়ুন:

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বউ সাজ বিউটি পার্লারে চালানো অভিযানে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ইএ