যুক্তরাজ্যে ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আমেরিকার পতাকা ও ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার পতাকা ও ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাজ্যে ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা বিবিসি বলছে, ব্রিটেন সফরকালে এ বরাদ্দের বিষয়ে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। এতে করে মানসম্পন্ন সাড়ে ৭ হাজার নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে ব্রিটিশ সরকার। এদিকে, সফরের দ্বিতীয় ও শেষ দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। নতুন সম্পর্কের ভিত রচনা ও প্রযুক্তিখাতে ঐতিহাসিক চুক্তির ঘোষণা আসতে পারে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক থেকে।

একই মেয়াদে যুক্তরাজ্যে ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এর কূটনৈতিক তাৎপর্য যেমন নজিরবিহীন, তেমনি আয়োজনের আড়ম্বরও রাজকীয়।

ট্রাম্পের এই সফরকে মহিমান্বিত করতে কোনো কমতি রাখেনি ব্রিটেনের রাজপরিবার। সফরের প্রথম দিনে লাল গালিচা সম্মাননা, সামরিক সংবর্ধনা কোনো কিছুতেই কার্পণ্য করেনি যুক্তরাজ্য। স্থানীয় সময় সন্ধ্যায় ব্রিটেনের আভিজাত্যের প্রতীক রাষ্ট্রীয় ও রাজকীয় নৈশ ভোগে সস্ত্রীক অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট।

এসময় উইন্ডসোর ক্যাসেলের সেইন্ট জর্জ হলে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে প্রবেশ করেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। আতিথেয়তায় মুগ্ধ ট্রাম্প স্বীকার করেন, তিনি শুরু থেকেই ব্রিটেনের রাজ পরিবারের ভক্ত। আরও বলেন, যে কোন বিশ্বনেতার জন্য ব্রিটেনে দু'টি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ গর্বের। এই বিরল ঘটনার সাক্ষী হতে পারে নিজের গৌরবের কথা গোপন রাখেননি মার্কিন প্রেসিডেন্ট। আর ট্রাম্পের এই সহজ স্বীকারোক্তিতে মুগ্ধ রাজা তৃতীয় চার্লস।

আরও পড়ুন:

সফরের দ্বিতীয় ও শেষ দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ করবেন ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের ভিত রচনা ও প্রযুক্তিখাতে ঐতিহাসিক চুক্তির ঘোষণা আসতে পারে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর। স্টারমারের সঙ্গে ট্রাম্পের বৈঠকে আরও উপস্থিত থাকবেন দুই দেশের উচ্চপর্যায়ের বিনিয়োগকারীরা।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বলছে, চলতি সফরে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, একটি প্যাকেজ বিলের আওতায় যুক্তরাজ্যে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। বিবিসি আরও জানায়, এই অর্থের একটি বড় অংক আসবে বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন থেকে। এরআগে, মার্কিন এই সংস্থাটি আগামী ১ দশকে যুক্তরাজ্যে ৯০ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়ে সংবাদের শিরোনাম হয়েছিল। এছাড়া, গোটা ইউরোপে ৩৭০ বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দেন ব্ল্যাকস্টোন।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য ৪ বছরের জন্য ২২ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দেয় মাইক্রোসফট। আর ২ বছরের জন্য দেশটিতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আভাস দিয়েছে গুগল। বিশ্লেষকেরা বলছেন, চলতি সফরে ট্রাম্পকে সর্বোচ্চ আপ্যায়ন করে অর্থনৈতিক চুক্তি ও বিনিয়োগের বিষয়ে জোর দিচ্ছে যুক্তরাজ্য।

ইএ