সংকট সমাধানে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করলেন ব্রিটিশ রাজা চার্লস

ব্রিটিশ রাজা চার্লস ও ডোনাল্ড ট্রাম্প
ব্রিটিশ রাজা চার্লস ও ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের জটিল কিছু সংকট সমাধানে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

একইসঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাজ্য সফরে বুধবার উইন্ডসর ক্যাসেলে ১৬০ অতিথির অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন:

সেখানে উপস্থিত হয়ে রাজা চার্লসের বক্তব্যের জবাবে ট্রাম্প জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষ কোনো শব্দ দিয়ে মূল্যায়ন সম্ভব নয়। দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি। ট্রাম্পের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন ট্রাম্প দম্পতি। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সরকারি বাসভবনে বৈঠকে বসবেন ট্রাম্প।

ইএ