আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকেই তাকিয়ে বাংলাদেশ

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ
আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ | ছবি: সংগৃহীত
0

নিজেদের কাজটা ঠিকভাবে করতে না পারার আক্ষেপটা কি আরেকবার পোড়াবে বাংলাদেশকে। মুস্তাফিজ যদি সেদিন রানআউট ঠিকভাবে করতে পারতেন? কিংবা শেষ ওভারে যদি নুর আহমেদের দুই ছক্কা না হতো? বা তারও আগে শ্রীলংকা আর হংকং ম্যাচে যদি নিজেদের ব্যাটিং আরেকটু ভালো হতো? এমন অনেক দোটানা আর প্রশ্ন নিয়ে বাংলাদেশ আজ চোখ রাখবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে। মাঠে না থাকলেও এ ম্যাচে দর্শকদের সবচেয়ে বড় অংশটাই লাল-সবুজের প্রতিনিধি।

ম্যাচটা শ্রীলঙ্কা জিততে চাইবে সে বিষয়ে সন্দেহ নেই। তবে চারিথ আসালাঙ্কার দল খানিক নির্ভার হয়ে খেলতে পারবে, সেটাও নিশ্চিত। আগেই সুপার ফোরের কাজটা অনেকটা সেরে রেখেছে তারা। বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেলে চাপ পড়তো লঙ্কান লায়ন্সদের ওপর। সেজন্য কৃতজ্ঞতা তারা জানাতেই পারে বাংলাদেশের রানআউট মিস কিংবা নুর আহমেদের সেই দুই ছক্কাকে। আর আসালাঙ্কার দল জিতলে বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে।

আরও পড়ুন:

আফগানিস্তানের কাজটা কঠিন তবে জটিলতা নেই। জিতলেই চলে যাবে সেরা চারের লড়াইয়ে। ভিন্ন কোনো সমীকরণ নেই তাদের। অবশ্য রশিদ খানরা যদি ৭১ রানের ব্যবধানে জেতেন কিংবা পরে ব্যাট করে ৫৩ বল হাতে রেখে ম্যাচ শেষ করতে পারেন, তবে নিজেদের পাশাপাশি বাংলাদেশকেও তারা নিয়ে যাবে সুপার ফোরে। কিন্তু, শ্রীলঙ্কার বিপক্ষে কাজটা কিছুটা কঠিনই বটে জোনাথন ট্রটের শিষ্যদের।

অন্তত পরিসংখ্যান তাইই বলে। দুই দলের ৭ লড়াইয়ে ২ ম্যাচে জিতেছে আফগানিস্তান। তার প্রথমটি অবশ্য ২০২২ এশিয়া কাপের ম্যাচে। আফগানিস্তান সেই ম্যাচ জিতেছিল ৫৯ বল হাতে রেখে। শ্রীলঙ্কার জন্য প্রার্থনায় থাকলেও আফগানিস্তানের ঠিক এমন বড় জয়েও অসন্তুষ্ট নিশ্চিতভাবেই হবে না বাংলাদেশ।

ইএ