আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকেই তাকিয়ে বাংলাদেশ
নিজেদের কাজটা ঠিকভাবে করতে না পারার আক্ষেপটা কি আরেকবার পোড়াবে বাংলাদেশকে। মুস্তাফিজ যদি সেদিন রানআউট ঠিকভাবে করতে পারতেন? কিংবা শেষ ওভারে যদি নুর আহমেদের দুই ছক্কা না হতো? বা তারও আগে শ্রীলংকা আর হংকং ম্যাচে যদি নিজেদের ব্যাটিং আরেকটু ভালো হতো? এমন অনেক দোটানা আর প্রশ্ন নিয়ে বাংলাদেশ আজ চোখ রাখবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে। মাঠে না থাকলেও এ ম্যাচে দর্শকদের সবচেয়ে বড় অংশটাই লাল-সবুজের প্রতিনিধি।