চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম দিলো বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্র

বাংলাদেশ বিমান বাহিনী ও প্যাসিফিক এয়ার ফোর্স
বাংলাদেশ বিমান বাহিনী ও প্যাসিফিক এয়ার ফোর্স | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়ার অংশ হিসেবে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অবকাঠামোগত উন্নয়ন, উন্নত স্যানিটেশন, বেড সুবিধা এবং অপারেশন সরঞ্জামসহ অন্যান্য জিনিসপত্র।

আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) সকালে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সংশ্লিষ্ট ঊ র্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন:

যৌথ মহড়ার অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ইলেক্ট্রোমেডিকেল সরঞ্জামাদি হস্তান্তর করেন আমেরিকান এয়ার ফোর্সের সদস্যরা। এ সময় স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক অবদানের ওপর গুরুত্বারোপ করেন বিমানবাহিনী কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। এ ধরনের মহড়ার মাধ্যমে দুদেশের বিমানবাহিনীর পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান কর্মকর্তারা।

এফএস