আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) সকালে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সংশ্লিষ্ট ঊ র্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন:
যৌথ মহড়ার অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ইলেক্ট্রোমেডিকেল সরঞ্জামাদি হস্তান্তর করেন আমেরিকান এয়ার ফোর্সের সদস্যরা। এ সময় স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক অবদানের ওপর গুরুত্বারোপ করেন বিমানবাহিনী কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। এ ধরনের মহড়ার মাধ্যমে দুদেশের বিমানবাহিনীর পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান কর্মকর্তারা।





