নিহত শিক্ষার্থীর নাম প্রাথমিকভাবে পিংকী বলে জানা গেছে।
তিনি বলেন, ‘সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে (জিপ) করে সাজেক যাচ্ছিল। পথে সাজেকে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড় উঠতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িতে ১২ জন ছিল। ঘটনাস্থলে পিংকী নামে এক শিক্ষার্থী মারা যান।’
আরও পড়ুন:
খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সাজেক থানার ওসি কানন সরকার বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’





