নোয়াখালীর সোনাইমুড়িতে বাস-ট্রাক সংঘর্ষ, বাসচালক নিহত, আহত ২০

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও এলাকাবাসীর অবস্থান
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও এলাকাবাসীর অবস্থান | ছবি: এখন টিভি
0

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচালকের মৃত্যু হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছে। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক বেলায়েত হোসেন (৪৬) চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে এবং নোয়াখালী-ঢাকা রুটের একুশে পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ির নাওতলা এলাকায় সড়কের উপর একটি বালুবাহী ট্রাক চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই থেমে ছিল। দুপুর আনুমানিক দেড়টায় ঢাকা থেকে একুশে পরিবহনের একটি বাস অন্য একটি বাসের সঙ্গে দ্রুতগতিতে ওভার টেকিং করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এ সময় বাস চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে এসে তাদের উদ্ধার করে। এ সময় সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নেয়া হলে বাসচালক বেলায়েতকে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আব্দুর রাজ্জাক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকেই রাস্তার ওপর একটি ট্রাকের চাকা নষ্ট হয় দাঁড়িয়ে ছিল। জোহরের আজানের পর আমি রাস্তার একপাশে আমার গরুর জন্য ঘাস কাটছিলাম। এমন সময় ঢাকা থেকে আসা দুটি বাস দ্রুত গতিতে নিজেদের ওভারটেকিং করতে গিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে লাগিয়ে দেয়। এ সময় বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন এবং বাসচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বাস চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসে থাকা অধিকাংশ যাত্রী আঘাত পেয়েছেন বলে আমরা শুনেছি। আমরা ঘটনাস্থলে এসেছি এবং খোঁজখবর নিচ্ছি।

এএইচ