গাজা সংকট: চাপের মুখেও আগ্রাসন চালিয়ে যেতে বদ্ধপরিকর নেতানিয়াহু

0

গাজা ইস্যুতে বিশ্বজুড়ে নজিরবিহীন চাপের মুখে ইসরাইল। কয়েক দশকের প্রভাবশালী মিত্র দেশগুলোতেও ক্ষোভের মুখে, বিশেষ করে অর্থনৈতিকভাবে ক্রমশ কোণঠাসা হচ্ছে নেতানিয়াহু প্রশাসন। কিন্তু তাও গাজায় আগ্রাসন চালিয়ে যেতে বদ্ধপরিকর ইসরাইলি প্রধানমন্ত্রী। নির্বাসন দশা ঠেকাতে বরং ইসরাইলের মাটিতেই সব ধরনের অস্ত্র উৎপাদন, এমনকি ইউরোপে মুসলিম অভিবাসন বন্ধে কৌশলগত পদক্ষেপে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান তার।

গাজায় চলমান বর্বরতার প্রায় দুই বছর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সারাবিশ্বে ক্ষোভ বাড়ছে ইসরাইলের বিরুদ্ধে। ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, স্পেন, ইতালিসহ কয়েক দশকের প্রভাবশালী মিত্র দেশগুলোই আংশিক বা পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে যুদ্ধবাজ দেশটির ওপর।

আমদানিকৃত অস্ত্রের বড় অংশের সরবরাহকারী ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে চাপ না থাকলেও মার্কিন ও ইসরাইলি জনতা, এমনকি খোদ ইসরাইলি সেনাবাহিনীতেও অসন্তোষ বাড়ছে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে।

এমন পরিস্থিতিতেই নেতানিয়াহু স্বীকার করে নিলেন আন্তর্জাতিকভাবে এক ধরনের নির্বাসন দশার মুখে থাকার কথা, যা দীর্ঘায়ত হতে পারে অনেক বছর। কিন্তু তারপরেও গাজায় ভূমি দখল চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। তার দাবি ইহুদি বিদ্বেষ উসকে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে সারা বিশ্বকে ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে কাতার।

আরও পড়ুন:

ইসরাইল প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরাইলের বিরুদ্ধে অবরোধ আরোপের একটা চেষ্টা চলছে। বিভিন্ন দেশ ও গোষ্ঠী কাতারের নেতৃত্বে এ অপচেষ্টা চালাচ্ছে। কাতার আর চীনের মতো বিভিন্ন দেশ থেকে বিপুল অঙ্কের বিনিয়োগের মাধ্যমে গণমাধ্যম অবরোধ চলছে। পশ্চিমা দেশগুলোতে তো তাদের কর্মসূচি চলছেই, যুক্তরাষ্ট্রেও কিছু কম চলছে না।’

নির্বাসন দশা ঠেকাতে ইসরাইলের মাটিতেই সব ধরনের অস্ত্র উৎপাদন, এমনকি ইউরোপে মুসলিম অভিবাসন বন্ধে এবং চীন ও কাতারের অনলাইন প্রচারের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান নেতানিয়াহু।

বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘সংখ্যালঘু মুসলিমদের সক্রিয় করে তোলার মাধ্যমে পশ্চিম ইউরোপকে কেন্দ্র করে ইহুদি বিদ্বেষ বাড়িয়ে তোলা হচ্ছে। তারা ক্রমশ সরব, সহিংস হয়ে উঠছে এবং বিভিন্ন দেশকে ঝুঁকিতে ফেলছে। এ কারণেই অঞ্চলটিতে এইসরাইল বিরোধিতা। আমাদের অস্ত্র দেয়া স্থগিত করা হচ্ছে। সামনের বছরগুলোতে আমাদেরই অস্ত্রশিল্পে স্বনির্ভর হতে হবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ৬৫ হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ইসরাইলি সেনারা। খাদ্য সংকটে প্রাণ গেছে চারশোর বেশি মানুষের। ইসরাইলের গাজা দখল অভিযান ইসরাইল ও গাজা দু’দিকের জন্যই ক্ষতিকর বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইসরাইল ও অর্থ মন্ত্রণালয়ের ৮০ জন সাবেক কর্মকর্তাসহ অন্যান্য অর্থনীতিবিদরা।

এফএস