সাফ ও এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি শুরু

বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ ফুটবল দল | ছবি: এখন টিভি
0

সেরা দল ও দীর্ঘ প্রস্তুতি নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনাম গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দল। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। আসছে সাফ ও এশিয়ান গেমসে ভালো করার লক্ষ্যে বয়সভিত্তিক দলটিকে নিয়ে আগেভাগেই কাজ শুরু করতে বাফুফেকে প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি আগেই কোচিং স্টাফ নির্ধারণ করার কথা বলেছেন টিম ম্যানেজার শাহিন হাসান।

সেরা প্রস্তুতি আর লম্বা ক্যাম্পের পর এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দল। শেষ ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে জয় পেলেও প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ।

ভালো প্রস্তুতি ও সেরা দল যাওয়া সত্ত্বেও ব্যর্থ হওয়ায় ভক্তদের মতো ক্ষোভ বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। টিম সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে খারাপ করার কারণ জানতে চান তিনি।পাশাপাশি ভবিষ্যতে কী করলে ভালো ফল আসবে সেসব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে মিটিংয়ে।

অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দল টিম ম্যানেজার শাহিন হাসান বলেন, ‘সভাপতি জানতে চেয়েছেন এতো বড় টিম থেকে কী পেলাম আমরা? খারাপ খেলার কারণ জানতে চেয়েছেন তিনি।’

আরও পড়ুন:

জুনে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল থেকে দলটিতে খেলেছিলেন একমাত্র জায়ান আহমেদ। টুর্নামেন্টটিতে বাংলাদেশের হয়ে বেশ ভালোই করেছেন তিনি। তাই ট্রায়াল থেকে অন্য ফুটবলার নেয়া হবে কিনা সে সম্পর্কেও ধারণা দেন দলটির ম্যানেজার।

শাহিন হাসান বলেন, ‘ হাইপ আছে এমন প্লেয়ার আমরা নিয়ে আসবো না। প্লেয়ার আসবে পরীক্ষা দিবে। যাচাই বাছাই করে নেয়া হবে।’

টুর্নামেন্ট চলাকালে শৃঙ্খলা ইস্যু নিয়ে কথা হয় ব্যাপক। সেখানে ফাহমিদুলের নাম ওঠে আসে। যে কারণে বাফুফে থেকে শাস্তিও পেয়েছেন তিনি। শাহিন হাসান বলেন, ‘ডিসিপ্লিনের ব্যাপারে আমরা বেশ কঠোর আছি। কেউ কোনো অপরাধ করলে শাস্তির ব্যবস্থা করা হবে।’

সামনে অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাই এখন থেকেই সেরা দল নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ।

এফএস