মৃত কনিকা রানী (৪৫) হলেন বাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী এবং বুলবুলি বেগম (৩৫) হলেন রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, সকালে কনিকা রানী নিজ বাড়িতে রান্না করার সময় খড়ির (জ্বালানির) ভেতর থেকে একটি সাপ বের হয়ে তাকে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠান, মেডিকেলে যাবার পথে তার মৃত্যু হয়।
একই দিন বুলবুলি বেগম চুলার ভেতর থেকে ছাঁই তুলতে গেলে তাকেও সাপে কামড় দেয়। তাকেও চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
আরও পড়ুন:
এর আগে চলতি সপ্তাহের রোববার একই উপজেলায় মাটির ঘরে ছিদ্র বন্ধ করতে গিয়ে সাপের কামড়ে বিনা রানী নামের আরও এক গৃহবধূর মৃত্যু হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নুরে আলম বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত অ্যান্টিভেনম ইঞ্জেকশন আছে। রোগীর উপসর্গ ও কোন সাপ কামড় দিয়েছে তা নির্ণয় করে ইঞ্জেকশন প্রয়োগ করা হয়। আজ যারা সাপের কামড়ে আক্রান্ত হয়েছে তাদের অবস্থা শুরুতেই আশঙ্কাজনক ছিল।’





