আখতার হোসেন বলেন, ‘৭২ এর সংবিধান শেখ মুজিবের ক্ষমতা কেন্দ্রিকভাবে সাজানো হয়েছিল। সংবিধান এমন হতে হবে যা ক্ষমতা কেন্দ্রীভূত না করে এবং সকল শ্রেণি ও গোষ্ঠীকে প্রতিনিধিত্ব দেবে।’
তিনি বলেন, ‘দেশকে বহুদলীয় এবং শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা উপহার দিতে সংসদে উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছে এনসিপি।’
আরও পড়ুন:
এসময় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম দাবি করেন, বর্তমান সংবিধানে ভোটাধিকার মৌলিক অধিকার হিসেবে নেই, সেজন্য সব জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অধীনে হওয়ার দাবি জানান।





