ডাকসুর ফলাফলে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন জিএস প্রার্থী হামিম

জিএস পদপ্রার্থী তানভীর বারী হামিম
জিএস পদপ্রার্থী তানভীর বারী হামিম | ছবি: সংগৃহীত
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফলে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে তিনি একথা জানান। শেখ তানভীর বারী হামিম ফেসবুক পোস্টে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায় তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষামান।


আরও পড়ুন:

তিনি লেখেন, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোট অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বারী হামিম আরও লেখেন, বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি,জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে। তার পোস্টে আরও লেখেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ- আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম-আছি এবং যতোদিন থাকবো আপনাদের পাশেই থাকবো। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি কেন্দ্রে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় নির্ধারিত সময় বিকেল ৪টায়। তবে ৪টার পরও যারা লাইনে ছিলেন তাদের ভোটগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।

সেজু