২০২৫ সালে ১ শতাংশ কমেছে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি: রুশ অর্থমন্ত্রী

রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ
রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ | ছবি: সংগৃহীত
0

২০২৫ সালে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে ১ শতাংশ। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি আড়াই শতাংশ থেকে নেমে এসেছে দেড় শতাংশে। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ।

আন্তন সিলুয়ানভ জানান, ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পরও পরের দুই বছর অর্থনৈতিক গতি অব্যাহত ছিল। এমনকি পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা কাটিয়েও সচল ছিল রাশিয়ার অর্থনীতির চাকা। তবে চলতি বছরে তা অনেকটা হোঁচট খেয়েছে।

আরও পড়ুন:

তিনি জানান, শ্রম সংকট ও মুদ্রাস্ফীতি মোকাবিলায় উচ্চ সুদের হারের কারণে স্থবির হয়ে পড়েছে অভ্যন্তরীণ অনেক কর্মকাণ্ড। এছাড়া রেকর্ড সামরিক ব্যয়ও এর জন্য দায়ী।

এসএইচ