আজ (বুধবার, ৬ আগস্ট) বিকেলে বাংলা একাডেমিতে আইন মন্ত্রণালয় আয়োজিত জুলাই কারাবন্দি স্মৃতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অংশ নেয় জুলাই গণঅভ্যুত্থানের কারাবন্দি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। রাজবন্দীদের গেজেটভুক্ত কারার আহ্বান জানান তারা।
এসময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘জেলখানাগুলোতে নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। এখনও যেসব প্রবাসী বন্দী আছেন, তাদের মুক্ত করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।’
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভুঁইয়া বলেন, ‘জুলাই যোদ্ধা নিয়ে পরবর্তীতে বৈষম্য হবে।’ জুলাই যোদ্ধার ধারণা বাদ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া সকলেই জুলাই যোদ্ধা।’
বাংলাদেশের নতুন রিপাবলিকের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জেলখানায় দুর্নীতি ও অনিয়ম দূর করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার জানান, জেলখানার সংস্কার করতে হবে।





