রোমে পালিত হলো রেমিট্যান্স যোদ্ধা দিবস; বৈষম্যবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা স্মরণ

বাংলাদেশি রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক
বাংলাদেশি রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক | ছবি: এখন টিভি
0

দেশের বাইরে থেকে নীরবে দেশ গড়ার অর্থনৈতিক যুদ্ধে অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের প্রতি সম্মান প্রদর্শনে হয়ে গেলো রেমিট্যান্স যোদ্ধা দিবস। ইতালিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হয় রেমিট্যান্স যোদ্ধা দিবস। সভায় ওঠে আসে, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা। জুলাই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জুলাই আন্দোলন স্মৃতি কর্নার পরিদর্শন করেন প্রবাসী বাংলাদেশীরা।

বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা শুধু পরিবার নয়, পুরো দেশের অর্থনীতিকে সচল রাখছেন তাদের ঘামঝরা পরিশ্রমের মাধ্যমে।

প্রবাসী আয় প্রবাহের কারিগরদের সম্মানে বিশ্বের দেশে দেশে শনিবার (২ আগস্ট) রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন করে বাংলাদেশি দূতাবাসগুলো। আয়োজন হয় ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসেও।

ইতালিতে বাংলাদেশি রাষ্ট্রদূত জানান, রেমিট্যান্স পাঠানো আগের বছরের তুলনায় বেড়েছে উল্লেখযোগ্য হারে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতালিতে বসবাসরত প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ইতালিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বলেন, ‘রেমিট্যান্স বিগত বছরের তুলনায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা দেশে না থেকেও আন্দোলনে ভূমিকা রেখেছে।’

আরও পড়ুন:

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা। জানান, আগামীর নতুন বাংলাদেশ নিয়ে ভাবনার কথাও।

প্রবাসীরা জানান, জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে আন্দোলন এবং রেমিট্যান্স শাটডাউনের মাধ্যমে প্রবাসীরা আন্দোলনে যোগ দিয়েছিল। সে আন্দোলনের প্রতিফলনই হলো আজকের এ দিন। গত ২৪ জুলাই আন্দোলনের পরে শনিবার (২ আগস্ট) রোমে সকল প্রবাসীরা রেমিট্যান্স দিবস উপলক্ষে একত্রিত হয়েছেন।

তারা জানান, একটি নতুন বাংলাদেশ দেখতে চাওয়ার আশায় আন্দোলন করেছিলেন সবাই এবং সে বাংলাদেশ তখনই হবে যখন প্রবাসীরা ভোট দিতে পারবে।

সভায় প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তারা জানান, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও নিরাপদ করলে বাড়বে প্রবাসী আয় প্রবাহ।

ইএ