গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬২

যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা | ছবি: রয়টার্স
0

গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৬২ জন ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। আজ (রোববার, ৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোর থেকে গাজাজুড়ে চালানো একাধিক হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে একটি স্থানে, যেখানে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) খাদ্য সহায়তা বিতরণ করছিল। এই সংস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত হলেও, অতীতেও তাদের কার্যক্রমের সময় হামলার শিকার হয়েছেন অনেক ফিলিস্তিনি।

গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দিয়েছিল, মানবিক সহায়তা পৌঁছাতে প্রতিদিন কিছু এলাকায় কৌশলগত হামলা বিরতি দেয়া হবে। ২৭ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনেই খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন আরও ১০৫ জন ফিলিস্তিনি। গত বছরের অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। এছাড়া অপুষ্টি ও অনাহারে প্রাণ হারিয়েছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে ৯৩ জনই শিশু।

গাজা থেকে পাওয়া বর্ণনায় জানা গেছে, সহায়তা নিতে আসা মানুষদের লক্ষ্য করে ইসরায়েলি সেনা ও মার্কিন নিরাপত্তা কন্ট্রাক্টরদের গুলি চালানোর অভিযোগ উঠেছে।

এ মানবিক সংকট মোকাবিলায় সাম্প্রতিক সময়ে আকাশপথে ত্রাণ পাঠিয়েছে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, স্পেন, জার্মানি ও ফ্রান্স। তবে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএসহ অন্যান্য সংস্থার দাবি, আকাশপথে পাঠানো ত্রাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্থলপথেই সহায়তা প্রবাহ অব্যাহত রাখা এখন সবচেয়ে জরুরি।

এনএইচ