আজ (শনিবার, ২ আগস্ট) দুপুরে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ক্যাম্পাসের হলরুমে আলোচনার আয়োজন করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।
এ উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিদেশগামী ইচ্ছুক যুবকসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদেশগামী ইচ্ছুক যুবদের প্রশিক্ষণসহ সহজ উপায়ে যাওয়ার ব্যবস্থা কাতার প্রবাসী নজরুল ইসলাম সৌদি আরব প্রবাসী মো. মামুন ও জাপান গমনকারী মো. সোহাগ মিয়া তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
কাতার সৌদি প্রবাসী কফিল উদ্দিন বলেন, ‘সবাই কাজ শিখে গেলে ভালো না হয় কষ্টের সীমা নেই। টাকাও বৈধভাবে পাঠানোর বিষয়ে জোর দেন। সরকার বোনাস দিয়েছে লাখে আড়াই হাজার টাকা। সবাই সুখ শান্তির জন্য যায়। কিন্তু সবার সুখ শান্তি হয় না। অনেকে সচেতন থাকায় তারাই দিন বদলাতে পারেন।’
টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম ছাদরুল কবীরের সভাপতিত্বে অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডি এলজি) মো. আরিফুল ইসলাম সর্দার।
তিনি বলেন, ‘৪ হাজার ৮৩০ জনের মরদেহ বাংলাদেশে ফেরত এসেছে। এক বছরের হিসাব করলে গড়ে দিনে ১৩ জনের মৃত্যু হয়। তাই নিজেকে সিকিউর করা আগে জরুরি।’
সিঙ্গাপুর প্রবাসী মোজাম্মেল সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন। তিনি দেশে পাঠিয়েছেন ১ কোটি ৬৪ লক্ষ ৮৬ হাজার ১২৪ টাকা। আর দ্বিতীয় অবস্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতে থাকা মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তিনি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৭ টাকা।
সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তার পক্ষে মা মিনারা আক্তার খাতুন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন।





