ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। তবে মেঘ যত ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই, ইনশাআল্লাহ। ন্যায় নীতি এবং কোরআনের আইনের ভিত্তিতে সেই সূর্য উঠবে। এই লড়াইয়ে জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
তিনি বলেন, ‘নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে যুবকরা তাদের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ আমাদের কাছে আমানত রেখে গেছেন, আমরা সেই রক্তের সাথে বেইমানি করতে কাউকে দেবো না। তাদের পবিত্র রক্ত আমরা মূল্যায়ন করতে চাই। এ ধরনের রক্ত যেন বার বার দিতে না হয়।’
তিনি আরও বলেন, ‘আগামীর নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামি কোনো যেনতেন নির্বাচন চায় না। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরা জিতবো, ইনশাআল্লাহ।’
এসময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও কুমিল্লার বিভিন্ন শাখার জামায়াতের নেতারা।