আজ (মঙ্গলবার, ১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের বাসিন্দা ও গনু মিয়ার ছেলে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আবদুর রহিম বলেন, ‘জেবল হক মঙ্গলবার সকাল ১০টার দিকে জ্বর, শ্বাসকষ্ট ও দুর্বলতা নিয়ে ভর্তি হন। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। সন্ধ্যায় তিনি মারা যান।’
এদিকে, নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানিয়েছেন, চলতি বছর জেলায় এখন পর্যন্ত তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে কিটের স্বল্পতার কারণে উপজেলা পর্যায়ে এখনো পরীক্ষার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসে মৃত্যুর এ ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংক্রমণ যাতে না বাড়ে, সেজন্য নতুন করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।





