বড়লেখা সীমান্ত দিয়ে আরো ১৬ জনকে ‘পুশ ইন’

‘পুশইন’ করা ১৬ জন
‘পুশইন’ করা ১৬ জন | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আরও ১৬ জনকে আটক করেছে বিজিবি। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদের ‘পুশ ইন’ করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। বিকেলে আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল (বুধবার, ১৪ মে) ভোরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ৪৪ জনকে আটক করে বিজিবি। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

গত ৬ ও ৭ মে বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফ শতাধিক মানুষকে ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এ পর্যন্ত বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে অনুপ্রবেশের সময় ১১৯ জনকে আটক করেছে বিজিবি।

অপরদিকে কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে ১৫ জন ও মুরইছড়া সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে প্রবেশকারীকে আটক করে বিজিবি। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো ১৪৯ জনে। এছাড়াও লাতু, মুরইছড়া ও ধলাই সীমান্ত দিয়ে শতাধিক মানুষ ভারত থেকে ‘পুশ ইন’ এর শিকার হয়ে বিভিন্ন জনের সহযোগিতায় তাদের বাড়িতে চলে যায়। তাদের সকলের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলেও জানা গেছে।

আজ ও গতকাল আটক হওয়া বেশির ভাগের বাড়িই কুড়িগ্রামে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও কীভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিএসএফ মানুষকে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল বৃহস্পতিবার নিউ পাল্লাথল এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করে। পরে বিজিবি আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এর মধ্যে ১৪ জন নারী ও দুই জন পুরুষ রয়েছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন মজিদুল ইসলাম (৪৫), আরজিনা বেগম (৩৫), কাইয়ুম বয়াতী (৩৫), মোর্শেদা বেগম (৭০), নাজমা (৩৮), পারভীন শেখ (৩৫), হাজেরা বেগম (৪৫), সুনিয়া আক্তার (২৪), পারভীন বেগম (৩৬), খাদিজা আক্তার (২৫), তানিয়া আক্তার (৩৫), শীমা আক্তার (২৩), তৃতীয় লিঙ্গের সুমম্মান আহম্মেদ (১৯), সানিয়া (১৯), নীলা (১৮) ও ভৈরবী (১৬)।

আকটকৃতরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরও অবৈধ বাংলাদেশি নাগরিককে ‘পুশ ইন ’করতে বিএসএফ আটক করে রেখেছে।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘বিজিবি আজকে আরও ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে।’

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

এসএস