সিমেন্ট বহনকারী একটি ট্রাক গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে একটি গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি খাদে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৮ জন।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৩ জন। মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চলে আক-বাঁকা ও খাড়া রাস্তায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। গেল মার্চে একই রাজ্যে যাত্রীবাহী একটি বাস উল্টে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছিল।





