পেহেলগাম আক্রমণের পর থেকেই উত্তেজনা বিরাজ করছিলো ভারত-পাকিস্তান সীমান্তে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।
পাকিস্তানও দিয়েছে কড়া জবাব। প্রতিবেশী দুই দেশের এই যখন পরিস্থিতি তখন বাংলাদেশের ক্রিকেটেও দুঃশ্চিন্তা।
দিন ১৫ পর পাকিস্তান সফর করবে বাংলাদেশ। আর আগস্টে ভারতকে আতিথ্য দেবে টাইগাররা। বর্তমান পরিস্থিতিতে সিরিজগুলো নিয়ে কী ভাবছে বিসিবি?
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ক্রিকেট নিয়ে আমরা এখনো কোনো সমস্যা দেখছি না। যেমন ছিল, তেমনই আছে।’
পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু পরিবর্তন নিয়েও আগাম কোন উত্তর দিতে রাজি নন ফাহিম।
ফাহিম বলেন, ‘না, আমরা এত আগে চিন্তা করছি না। এখনো আগের মতোই আছে, পরিকল্পনা বদলানোর মতো পরিস্থিতি এখনো আসেনি।’
পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন টাইগার পেসার নাহিদ রানা ও লেগস্পিনার রিশাদ হোসেন। উদ্ভূত পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখছে বিসিবি।
ফাহিম বলেন, ‘ওরা ভালো আছে। ওদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে।’
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।





