'আগামীতে নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করবে তাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে'

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: বিএনপির ফেসবুক পেজ
0

যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তাদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) রাতে গুলশানের একটি হোটেলে বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্টজনকে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জন প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তাদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।’

তিনি বলেন, ‘দেশের সকল বিষয়েই নজর দিতে হবে। পানি, যানজট, নারী ও প্রান্তিক পর্যায়ের কৃষকসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নজর দিতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আগামী সরকারকে ঢাকার যানজট কমাতে হবে। ঢাকা শহরের পানির স্তর নিচে চলে যাচ্ছে। সরকার গঠন করতে সক্ষম হলে শিক্ষিত নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘প্রান্তিক ও মাঝারি কৃষকদের আনা হবে কৃষক কার্ডের আওতায়। স্বাস্থ্যের দিকে নজর দিয়ে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। শিক্ষকদেরও প্রশিক্ষিত করা হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে।’ এসময় দেশ এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান।

এএইচ