নেত্রকোণায় গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পুলিশের হেফাজতে আসামি নিজাম উদ্দিন
পুলিশের হেফাজতে আসামি নিজাম উদ্দিন | ছবি: সংগৃহীত
0

নেত্রকোণার দুর্গাপুরের গার্মেন্টসকর্মী কমলা খাতুন (২৬) হত্যা মামলার রায়ে আসামি পূর্বধলা উপজেলার নিজাম উদ্দিনকে (৩৩) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

আজ (রোববার, ৪ মে) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে বিচারক জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নিজাম উদ্দিন পুর্বধলা উপজেলার আগিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার রাত্রা গ্রামের মাহতাব উদ্দিনের মেয়ে কমলা খাতুনের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি তারই ছোটবোন চম্পার সাথে গাজীপুরের মীরা বাজারে একটি গার্মেন্টসে চাকরি নেন। চাকরিরত অবস্থায় বিভিন্ন জনের সাথে তার প্রতিনিয়ত মোবাইল ফোনে কথোপকথন চলতো। একদিন ভাতিজার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি।

নিখোঁজের পরের দিন ২০২২ সালের ১৯ নভেম্বর বিকেলে কমলার মরদেহ উদ্ধার করে পুলিশ। জেলার পূর্বধলা থানার খলিসাউড়া ইউনিয়নের পাবই দাসপাড়া বালুচড়া বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কের কাছ থেকে পাওয়া যায় তার মরদেহ।

এরপর তার বড় ভাই নিজাম উদ্দিন (৩৫) বাদী হয়ে অজ্ঞাত আসামি করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ পিবিআই তদন্ত করে বাদীর নামে পুর্বধলা উপজেলার নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ দণ্ড বিধির ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। এ ছাড়াও আদালত নিজাম উদ্দিনকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এসএইচ