নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাজু গ্রেপ্তার

মো. রাজু আহমেদ
মো. রাজু আহমেদ | ছবি: সংগৃহীত
0

মানিকগঞ্জ শহরে অভিযান চালিয়ে সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ।

এর আগে, গতকাল (সোমবার, ২১ প্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের স্বর্ণাকারপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজু আহমেদ মানিকগঞ্জ সদর উপজেলার আওরঙ্গবাদ-বাড়াইভিকরা গ্রামের হাবিল উদ্দিনের ছেলে।

ওসি এস এম আমান উল্লাহ বলেন, 'রাজুকে ডেভিল হিসেবে গতকাল রাত সাড়ে ৮টার দিকে শহরের স্বর্ণাকারপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।'

এসএস