গাজাবাসীর পাশে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস

গাজাবাসীর পাশে মুলতান সুলতানস
গাজাবাসীর পাশে মুলতান সুলতানস | Ekhon tv
0

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি সামরিক বাহিনীর বর্বরতার পর থেকেই দেশটির মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন দেশের মানুষ। এবার গাজার মানুষদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস।

ইসরায়েলের গণহত্যায় গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে দলটি।

চলতি পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য এক লাখ পাকিস্তানি রুপি ফিলিস্তিনিদের সহায়তা দেবে তারা। এক ভিডিও বার্তায় দলটির মালিক আলী খান তারিন জানান, ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দান করবে তার দল।

আর এমন উদ্যোগের কথা শুনে পাশে থাকতে চেয়েছেন দলটির বোলাররাও। তাই বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি করে পাবেন ফিলিস্তিনের মানুষ।

এরই মধ্যে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ৯ ছক্কা ও ৬ উইকেটের মুলতানের তহবিলে ১৫ লাখ রুপি জমা পড়েছে বলে জানিয়েছে দলটির টিম ম্যানেজমেন্ট।

ইএ