পিএসএল থেকে ছিটকে গেলেন লিটন, ফিরবেন দেশে

পিএসএলে মাঠে নামার আগেই ছিটকে গেলেন লিটন | Ekhon
0

পাকিস্তান সুপার লিগে মাঠে নামার আগেই আঙ্গুলের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন লিটন কুমার দাস। তাই আজ রাতেই পিএসএল ছেড়ে দেশে ফিরবেন এই উইকেটকিপার ব্যাটার।

কিছু কিছু মানুষের ভাগ্যে যেন সূর্যের দেখা মেলে না, কখনো মিললেও কুয়াশার দেয়ালে আটকে যায় আলোটা। লিটন দাস, পিএসএলে যার অভিষেকটা হতো আজ। নতুন জার্সি, নতুন স্বপ্ন, নতুন এক শুরুর অপেক্ষায় হয়তো দিন গুণছিলেন এই উইকেট কিপার ব্যাটার। তবে বিধিবাম, আঙ্গুলের চোটে পিএসএলের স্বপ্ন বুকে চাপা দিয়েই ফিরতে হচ্ছে দেশের মাটিতে।

অশনির শুরুটা হয় পাকিস্তান সুপার লিগে যোগ দেয়ার পরে, পিএসএলে লিটনের দল করাচি কিংসের অনুশীলন মাঠে। হঠাৎই আঙ্গুলে চোট পেয়ে অনুশীলন থেকে ছিটকে যান এলকেডি। পরে এক্সরে করা হলে, একাধিক আঙ্গুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে তার।

করাচির কিংসের চিকিৎসকরা জানান, আঙ্গুলের এই ইনজুরি থেকে সেরে উঠতে লিটনের প্রয়োজন কমপক্ষে ২ সপ্তাহ সময়। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই ওপেনার। নিজের ইনজুরি ও দেশে ফেরার বিষয়টি এখন টিভি কে নিশ্চিত করেছেন লিটন নিজেই। শনিবার রাত ১১ টা ৩০ মিনিটে দেশের মাটিতে পা রাখবেন এলকেডি।

লঙ্কা প্রিমিয়ার লিগ, আইপিএল, সিপিএল-এ খেলা হলেও পিএসএলে এখন পর্যন্ত অভিষেক হয়নি লিটনের। করাচির হয়ে খেলতে বিসিবির কাছে পুরো আসরের জন্য এনওসিও পেয়েছিলেন এই ব্যাটার। তবে সাম্প্রতিক সময়ে ফর্মের মতো কপালও যেন ছেড়ে দিয়েছে লিটনের সঙ্গ।

সুন্দর এক টুর্নামেন্ট শুরুর আগেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন তিনি। এর আগে আইপিএলেও ডাক পেয়ে বোর্ড থেকে এনওসি না পাওয়ায় এক ম্যাচ পরেই ফিরে এসেছিলেন লিটন দাস। এবার তো খেলাই হলো না পিএসএলের আসর।

এএইচ