আজ (শনিবার, ৫ এপ্রিল) বেলা ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের ব্যানারে মানববন্ধনে অংশনিয়ে সংগঠনটির নেতা-কর্মীরা প্রতিবাদ জানান।
এসময় বক্তারা, বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেন।
সংগঠনটির নেতা- কর্মীরা দাবি করেন, ভারতে মুসলমানদের দান করা শত শত কোটি ডলার মূল্যের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও বহু বছরের পুরনো পরিচালনা পদ্ধতি সংশোধনে আনা বিলটি লোকসভায় পাস হওয়া মুসলমানদের নির্যাতনের শঙ্কা বাড়া ও মুসলমাদের অধিকার ক্ষুণ্ন করার শামিল।
ভারতের শাসক গুষ্টি পরিকল্পিত ভাবে মুসলমানদের প্রতি অবিচার করছে জানিয়ে ভারতে লোকসভায় পাস হওয়া এ আইন অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি করেন তারা।