খারকিভে রুশ ড্রোন হামলায় নিহত ৪

0

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২ জন। এদিকে দুই দেশের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর পাল্টাপাল্টি অভিযোগ করছে দুই দেশ।

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভ অঞ্চলের বেশ কয়েকটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন। প্রায় এক সপ্তাহ ধরে রাতভর হামলা চলছে এই অঞ্চলে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে গেল একদিনে ইউক্রেনের দখলে থাকা আরও দুটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

এছাড়া, কিয়েভের রকেট শিল্প স্থাপনা, ড্রোন উৎপাদন কর্মশালা, গোলাবারুদ ডিপো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে চুক্তি লঙ্ঘন করেই একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ করেছে রাশিয়া ও ইউক্রেন।

ইএ