রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে আলোচনা এখনো চলমান। গেল সপ্তাহেই আবুধাবিতে ওয়াশিংটনের মধ্যস্থতায় শান্তি আলোচনা নিয়ে বসে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তবে সুস্পষ্ট কোনো ফলাফল নেই। উল্টো রাশিয়াকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ক্রেমলিন জানায়, রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে রাশিয়া-ইউক্রেন সম্মত হয়েছে এমন সংবাদ প্রত্যাখ্যান করে মস্কো, বরং শান্তি আলোচনায় আমন্ত্রণ জানায় রাশিয়া।
এমন পরিস্থিতিতে তীব্র শীতের কারণে রাশিয়া ইউক্রেনে এক সপ্তাহ হামলা চালাবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে আক্রমণ না চালাতে সম্মত হয়েছেন।
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রচণ্ড ঠান্ডার কারণে, আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি, যেন তারা এক সপ্তাহের জন্য কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে হামলা না চালায়। তিনি রাজিও হয়েছেন।’
এদিকে ট্রাম্পের এমন দাবিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও আশা ব্যক্ত করেন জেলেনস্কি। তিনি আরও বলেন, হামলার এই বিরতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে সাময়িকভাবে রক্ষা করতে সহায়তা করবে।
তবে রাশিয়া এমন কোনো চুক্তিতে সম্মত হয়েছে কিনা নিশ্চিত করা হয়নি। ট্রাম্প নির্দিষ্ট করেও বলেননি যে কখন বিরতি শুরু হবে। তবে ট্রাম্পের এমন মন্তব্য এলো যখন রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে। ইউক্রেনের লাখ লাখ মানুষ হয়ে পরেছে বিদ্যুৎহীন। বুধবার রাশিয়া ইউক্রেনে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় রাজধানী কিয়েভের কাছে এক দম্পতি নিহত হয়েছেন। এর আগের দিন যাত্রীবাহী ট্রেনে হামলায় পাঁচজন নিহত হন।





