ঈদের পঞ্চম দিনেও কক্সবাজারে পর্যটকদের ঢল

বর্ষ বিদায় ও বরণে কক্সবাজার-কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়
বর্ষ বিদায় ও বরণে কক্সবাজার-কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় |
0

ঈদের পঞ্চম দিনেও সমুদ্রের সৌন্দর্য উপভোগে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। নোনাজলে শরীর ভেজানো, সৈকতে ঘুরে বেড়ানো, জেট স্কিতে চড়ে দূর সমুদ্রে ঘুরে আসা কিংবা ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন অনেকেই।

কেউ কেউ ভ্রমণের প্রিয় মুহূর্তগুলো বন্দী করে রাখছেন মুঠোফোনে কিংবা ক্যামেরায়। পর্যটক সমাগম বেশি থাকায় প্রাণচাঞ্চল্য এসেছে সৈকতের ক্ষুদ্র ব্যবসা, হোটেল-রেস্তোঁরাসহ পর্যটন খাতে।

বিক্রেতা ও হোটেল মালিকরা বলছেন, গত বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা বেশি।

সেজু