মার্কিন শেয়ার বাজারের প্রধান তিনটি সূচকই নিম্নমুখী। ডাও জোন্স প্রায় ৪ শতাংশ, এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড প্রায় ৫ শতাংশ এবং নাসডাকের পতন হয়েছে প্রায় ৬ শতাংশ।
২০২০ সালে করোনা মহামারির পর এই প্রথম ব্যাপক দরপতন ঘটলো যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। এছাড়া যুক্তরাজ্যসহ এশিয়া অঞ্চলের শেয়ার বাজারেও দ্বিতীয় দিনের মতো পতনের দিকে আছে।
এদিকে, বিশ্ব বাণিজ্য সংস্থার আশঙ্কা পাল্টাপাল্টি শুল্কারোপ অব্যাহত থাকলে চলতি বছরে বাণিজ্য কমবের ১ শতাংশ। এছাড়া, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান কমেছে। এ অবস্থায় নিরাপদ বিনিয়োগের আশায় স্বর্ণের দিকে ঝুঁকছে সবাই। চলতি বছরে প্রায় ১৯% দাম বেড়েছে স্বর্ণের।