সুনামগঞ্জে জমি সংক্রান্ত জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জে জমি সংক্রান্ত জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ | এখন
0

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (বুধবার, ২ এপ্রিল) দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আমড়িয়া গ্রামের মিরাজ ও নাজমুল পক্ষের লোকজনের বিরোধ চলছিল। মূলত এই বিরোধকে কেন্দ্র করে বুধবার দুপুরে মিরাজ ও নাজমুলের প্রথমে কথা কাটাকাটি হয়।

পরে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে এই সংঘর্ষে দুইপক্ষের ১৫ জন গুরুতর আহত হন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, 'জমি সংক্রান্ত জের ধরে শান্তিগঞ্জের আমড়িয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।'

সেজু