কক্সবাজারসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর ভিড়

এখন জনপদে
ফিচার
0

ঈদের দিন দর্শনার্থীদের সমাগমে মুখর পর্যটন স্পটগুলো। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগিতে ভ্রমণপ্রেমীরা ভিড় জমিয়েছেন দর্শনীয় স্থানগুলোতে। কেউ প্রকৃতির মাঝে হারাচ্ছেন, কেউবা প্রিয় মুহুর্তগুলোর স্মৃতিবন্দি করে রাখছেন মুঠোফোনে।

ঈদ আনন্দ উপভোগ করতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল নামে দর্শনার্থীদের। সমুদ্রের অপরূপ সৌন্দর্যে ডুব দিতে হাজির হন হাজারও পর্যটক। কেউ কেউ হেঁটে বেড়িয়েছেন সৈকতের পথ ধরে। আবার স্পিডবোট, ঘোড়ার পিঠে চড়ে ঈদ আনন্দ উপভোগ করতে দেখা গেছে অনেককে। সৈকতে নাগরদোলাসহ বিভিন্ন রাইড ছিল শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

দর্শনার্থীদের কোলাহলে মুখর কক্সবাজার সৈকত। সুগন্ধা ও লাবণী পয়েন্টে নাগরদোলায় উঠতে ব্যস্ত ছিলেন অনেকে। এছাড়া ছবি তোলার বুথসহ নানা আয়োজনে ঈদ উপভোগ্য হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে।

তবে ঈদের দিন পর্যটকের চেয়ে স্থানীয়দের ভিড় ছিল বেশি। মঙ্গলবার থেকে ভিড় বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের।

এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতেও দিনভর সমুদ্র স্নান আর হৈ হুল্লোড়ে মাতেন দর্শনার্থীরা। পর্যটকের ভালো উপস্থিতিতে প্রাণ পেয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো।

ঈদ উপভোগ করতে ভ্রমণপ্রেমীরা ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র থেকে পাহাড়। পরিবার-প্রিয়জন সাথে থাকলে ভ্রমণের আনন্দ বহুগুণ বেড়ে যায় বলে জানান ঘুরতে আসা পর্যটকেরা।

এসএস