ময়মনসিংহে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

দু'জন গুলিবিদ্ধ ও আহত ১০

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধসহ আহত ১০ | এখন টিভি
0

ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান গ্রুপের দু'জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। আজ (বুধবার, ১৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতদের কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নান্দাইল পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নান্দাইল পৌর সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

অপরদিকে একই সময়ে ওই স্থানেই ইফতার পার্টির ঘোষণা দেয় বিএনপির পদ বঞ্চিত নাসের খানের গ্রুপের নেতাকর্মীরা। বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান গ্রুপের নেতাকর্মীরা ইফতারের জন্য কলেজ মাঠে জড়ো হলে প্রতিপক্ষ নাছের খান ও পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম পিকুল গ্রুপের নেতাকর্মীরা হামলা চালায়।

এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলি ও বেশকয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।

এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল।

এসএস