আজ (শুক্রবার, ১৩ মার্চ) দুপুর ঠিক সোয়া ২টায় রোহিঙ্গাদের জন্য নির্মিত লার্নিং সেন্টারে প্রবেশ করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে মনোযোগ দিয়ে শুনেন শরণার্থী শিবিরের নারী শিশুদের কথা।
আরো পড়ুন: জাতিসংঘ মহাসচিবের সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা
পরে ঘুরে দেখেন রোহিঙ্গা কালচারাল সেন্টার। অনেকটা আকষ্কিভাবে রোহিঙ্গাদের ঘরে প্রবেশ করেন তিনি। নিজ চোখে দেখেন তাদের মানবেতর জীবন। জাতিসংঘ মহাসচিবকে কাছে পেয়ে নিজ দেশের গণহত্যার বিচার চাইলেন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গা নারী শিশুরা।
আকুতি জানালেন মর্যাদার সাথে মাতৃভূমিতে ফিরে যেতে। তুলে ধরেন বাড়িঘর পুড়িয়ে দেয়ার সেই নির্মম নির্যাতনের ইতিহাস।
আরো পড়ুন: কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
নিজ দেশে নির্মম নির্যাতনের শিকার হয়ে তারা আশ্রয় নিয়েছেন মানবিক বাংলাদেশে। দীর্ঘ ৭ বছরের ক্যাম্পবন্দী জীবনে তারা বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি।