নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ভোট যারা পাবে তারা যেন দেশ পরিচালনার দায়িত্ব পায়-এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান। আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদী বড় বাজার বণিক সমিতি আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গত ১৯ জুলাই নরসিংদী কারাগার ভেঙে অন্যায়ভাবে কারাগারে রাখা বন্দিদের মুক্ত করেছিল ছাত্র জনতা।’
১৭৮৭ সালের ফ্রান্সে কারাগার ভাঙার ইতিহাসের পুনরাবৃত্তি নরসিংদী কারাগারে হয়েছে উল্লেখ করে তিনি মানুষের সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করেন।
নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে এসময় বাজারের কয়েকশ ব্যবসায়ী এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।