সিরাজগঞ্জে ডাকাতির কবলে জামায়াতের নেতারা

সিরাজগঞ্জে ডাকাতির কবলে জামায়াতের নেতারা | এখন
0

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে একটি মাইক্রোবাসে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করে নেয়া হয় যাত্রীদের সাথে থাকা ৭টি মোবাইল ও নগদ ৮১ হাজার টাকা।

রোববার (৮ মার্চ) রাত ৮টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, ঢাকায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সভা শেষে রাজশাহী যাওয়ার পথে কোনাবাড়ির ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে পৌঁছালে মাইক্রোবাসের পেছনের অংশে বিকট শব্দ হয়।

এ সময় গাড়ির টায়ারে সমস্যার কথা ভেবে যাত্রীরা নামলে দেশীয় অস্ত্রসহ ৭-৮ জন ডাকাত হামলা করে। রাতেই এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সেজু