আমির হামজা বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কল্পকাহিনীর ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচার চালানো হয়েছে।’
বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস গ্রন্থে এসব বিষয় উল্লেখ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে এতদিন জনগণকে সেই সত্য জানতে দেয়া হয়নি।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘বিজয় র্যালির মাধ্যমে তারা দেশের স্বাধীনতার পক্ষে অবস্থানের বার্তা দিতে চান এবং ভারতের প্রভাবমুক্ত একটি স্বাধীনচেতা বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ।
এছাড়া এই দেশে জন্ম নেয়া সবাইকে সম্মানিত নাগরিক হিসেবে উল্লেখ করে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। অতীতের ইতিহাস টেনে বিভেদ সৃষ্টি না করে নতুন ইতিহাস গড়ার কথাও উল্লেখ করেন তিনি।
এসময় বিজয় র্যালিতে অংশ নেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।





