আরব লীগের পর গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবে সমর্থন দিয়েছে ওআইসি। শনিবার জেদ্দায় সংস্থাটির জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী ধাপ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন ও জাপানের সমর্থন লাভের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ৪ দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ শুরু করতে ইসরাইলকে আল্টিমেটাম দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। অন্যথায় লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী জাহাজের ওপর পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছে সশস্ত্র সংগঠনটি।